Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুন ক্লোজিং তথা ২০২৪-২৫ অর্থ বছরের কার্যক্রম শেষ করার জন্য বকেয়াধারী গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আজই আপনার সকল বকেয়া বিদ্যুৎ বিলসমূহ পরিশোধ করুন। বকেয়া আদায় কার্যক্রমে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।


এক নজরে পবিস

এক নজরে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

মাসের নাম মার্চ-২০২৫ খ্রিঃ

রেজিষ্ট্রেশন এর তারিখ

১৯-০৩-১৯৯৭ ইং।

বিদ্যুতায়নের তারিখ

০৩-০৩-১৯৯৮ ইং।

ভৌগোলিক আয়তন

১৪৯০.৯৩ বর্গ কিঃ মিঃ।

উপজেলার সংখ্যা

০৫ টি।

ইউনিয়নের সংখ্যা

৭০ টি ।

জোনাল অফিসের সংখ্যা

০৪ টি (মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া)।

সাব-জোনাল অফিসের সংখ্যা

০৩ টি (টেকেরহাট,রামদিয়া ও সাতপাড়)।

অভিযোগ কেন্দ্রের সংখ্যা

২৩ টি।

মোট গ্রামের সংখ্যা

৯০৩ টি।

১০

বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা

৯০৩ টি

১১

মোট প্রয়োজনীয় বিদ্যুৎ লাইনের পরিমাণ

৬৮৭৯.১৮৭ কিঃ মিঃ

১২

মোট বিদ্যুতায়িত লাইনের পরিমাণ

৬৮৬৩.৯৭১ কিঃ মিঃ

১৩

মোট সংযোগ প্রদান

৪০০০৪০ জন (মার্চ-২০২৫ খ্রিঃ পর্যন্ত)

১৪

উপকেন্দ্র সংখ্যা

১৩ টি।

১৫

গ্রীড উপকেন্দ্র সংখ্যা

০১ টি।

১৬

সর্বোচ্চ চাহিদা

পিক-৮৮, অফপিক-৪৩ মেগাওয়াট

১৭

সিস্টেম লস

১১.৪৪% (মার্চ-২০২৫ খ্রিঃ)

১৮

বকেয়া মাস

১.৩১ (রিবেট ছাড়া)

১৯

বিদ্যুৎ বিল আদায়ের হার

৯৫.৭৫% (YTD)

২০

মোট কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা

৫৭৯ জন।

২১

গ্রাহক সংখ্যা

৩৯৯০৮৩ জন