Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুন ক্লোজিং তথা ২০২৪-২৫ অর্থ বছরের কার্যক্রম শেষ করার জন্য বকেয়াধারী গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আজই আপনার সকল বকেয়া বিদ্যুৎ বিলসমূহ পরিশোধ করুন। বকেয়া আদায় কার্যক্রমে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।


সাম্প্রতিক কর্মকান্ড

পবিস এ চলমান কাজের তথ্যঃ

ডিএনই প্রকল্পের আওতায় কোটালীপাড়া জোনাল অফিস ও আবাসিক ভবন নির্মাণ কাজ চলমান আছে।

২.  সিস্টেম লস হৃাস ও সিস্টেম উন্নয়নের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে ১০০ কিঃমিঃ বিতরন লাইন আপগ্রেডেশন কাজ চলমান আছে।

৩.  নড়াইল ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র হতে একটি ৩৩ কেভি ফিডার নির্মাণ কাজ প্রায় শেষ।

৪.  গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র হতে আরইবি-৮, ৩৩ কেভি ফিডার নির্মাণ কাজ চলমান আছে।

৫.  গোপালগঞ্জ-৪ (পাথালিয়া), ৩৩/১১ কেভি, ১০ এমভিএ উপকেন্দ্র হতে ০২টি ১১ কেভি ফিডার নির্মাণ কাজ চলমান আছে।