Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সম্মানিত সকল গ্রাহকবৃন্দকে  শুভেচ্ছা। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। মোবাইল ব্যাংকিং (রকেট, বিকাশ,টেলিটক) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। সন্ধ্যা সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন ।


এক নজরে পবিস

এক নজরে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

মাসের নাম ফেব্রুয়ারি-২০২৫ খ্রিঃ

রেজিষ্ট্রেশন এর তারিখ

১৯-০৩-১৯৯৭ ইং।

বিদ্যুতায়নের তারিখ

০৩-০৩-১৯৯৮ ইং।

ভৌগোলিক আয়তন

১৪৯০.৯৩ বর্গ কিঃ মিঃ।

উপজেলার সংখ্যা

০৫ টি।

ইউনিয়নের সংখ্যা

৭০ টি ।

জোনাল অফিসের সংখ্যা

০৪ টি (মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া)।

সাব-জোনাল অফিসের সংখ্যা

০৩ টি (টেকেরহাট,রামদিয়া ও সাতপাড়)।

অভিযোগ কেন্দ্রের সংখ্যা

২৩ টি।

মোট গ্রামের সংখ্যা

৯০৩ টি।

১০

বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা

৯০৩ টি

১১

মোট প্রয়োজনীয় বিদ্যুৎ লাইনের পরিমাণ

৬৮৭৯.১৮৭ কিঃ মিঃ

১২

মোট বিদ্যুতায়িত লাইনের পরিমাণ

৬৮৬৩.৯৭১ কিঃ মিঃ

১৩

মোট সংযোগ প্রদান

৩৯৮৩৯৫ জন (ডিসেম্বর-২০২৪ খ্রিঃ পর্যন্ত)

১৪

উপকেন্দ্র সংখ্যা

১৩ টি।

১৫

গ্রীড উপকেন্দ্র সংখ্যা

০১ টি।

১৬

সর্বোচ্চ চাহিদা

পিক-৮৮, অফপিক-৪৩ মেগাওয়াট

১৭

সিস্টেম লস

৯.৫৭% (ফেব্রুয়ারি-২০২৫ খ্রিঃ)

১৮

বকেয়া মাস

১.২৭ (রিবেট ছাড়া)

১৯

বিদ্যুৎ বিল আদায়ের হার

৯৫.০২% (YTD)

২০

মোট কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা

৫৭৯ জন।

২১

গ্রাহক সংখ্যা

৩৯৯৭৬৩ জন